Header Ads

Have এবং Has এর ব্যবহার


"Have এবং Has এর ব্যবহার"



যাদের Person নিয়ে সমস্যা আছে তাদের জন্য বলছি I, We হল First Person আর You হল Second Person এছাড়া বাকি সব হল Third Person.

কোন ব্যক্তি বা বস্তুর সংখ্যা এক হলে সেটা Singular Number আর একের অধিক হলে সেটা Pural Number.

শুধু Third Person Singular Number এর ক্ষেত্রে Has আর বাকি সব ক্ষেত্রে Have ব্যবহৃত হবে। মনে রাখার জন্য এক লাইনে লিখে দিলাম। আসুন এখন কয়েকটি Example দিই।

I এবং We এর ক্ষেত্রে Have বসবে কারণ দুটোই First Person (Third Person Singular Number নয়)।
You এর ক্ষেত্রে Have বসবে কারণ You হল Second Person (Third Person Singular Number নয়)।

He, She, It এর ক্ষেত্রে কি হবে? অবশ্যই Has হবে কারণ এগুলো প্রত্যেকটিই Third Person Singular Number.

They এর ক্ষেত্রে কি হবে? They ও Third Person কিন্তু এটি Third Person Pural Number. সুতরাং এখানেও উপরের ফর্মুলা অনুসারে Have বসে They Have হবে।

যারা বুজতে পেরেছেন তারা কমেন্টে  The dog এর ক্ষেত্রে কি হবে? Have না Has? তা লিখুন।

73 comments:

  1. Have,Has,Had থাকলে
    Had টা বুঝতে পারছি না

    ReplyDelete
    Replies
    1. তোমাকে tens টা বুঝতে হবে যদি অতীতের কথা হচ্ছে তাহলে have has এর past tens had হবে।

      Delete
    2. মাথায় রাখতে পারিনা কেন?

      Delete
  2. Replies
    1. সব ঠিক, কিন্তু এখানে তিনি কোন tens এ প্রশ্ন করেছেন? past মানে অতীত কালে হলে এটি Had হবে।

      Delete
  3. আমরা সাধারণত বুঝি have, has এর পর v3 বসে তাহলে I have a cow, এইটা বুঝলামনা

    ReplyDelete
    Replies
    1. কোনকিছু আছে অর্থে Have ব্যবহার করা হয়। আর তাই I have a cow হয়েছে। এর অর্থ আমার একটি গ্রু আছে ।

      Delete
  4. Had টা কখন বসছে?

    ReplyDelete
    Replies
    1. অতীত কাল বুঝাতে Had হবে।

      Delete
    2. Onek somoy to you ar por has boce

      Delete
  5. We ___ a busy day yesterday.

    have
    has
    had

    ReplyDelete
  6. Our school have/has a big pond.tick the correct answer.

    ReplyDelete
    Replies
    1. Don't answer if you don't know the correct answer


      Anyway the the correct answer is " Our school has a big pond

      Delete
  7. He did not go to school yesterday he must have been ill.
    এখানে 3rd person singular তারপরেও have কেন?

    ReplyDelete
  8. has হবে। কারন Dog singular number

    ReplyDelete
  9. তাহলে, one year has passed or have passed? কোনটা হবে?

    ReplyDelete
  10. Ravi have/has a cricket bat. কি হবে।

    ReplyDelete
  11. Mone of the girls has / have come today
    Kon ta hbe

    ReplyDelete
  12. I have bought a phone or I bought a phone which one is correct?

    ReplyDelete
  13. Does he have a house?
    has না হয়ে have হলো কেন?

    ReplyDelete
    Replies
    1. Because he third person singular number ty boshi
      You got it
      ☺️☺️

      Delete
    2. Yes why? আমারো problem হচ্ছে?🤔🤔

      Delete
  14. The dog has
    Thanks ☺️☺️☺️

    ReplyDelete
  15. Everything er sathe have nki Has?

    ReplyDelete
  16. First ba second
    person plural number hole ki hobe?

    ReplyDelete
  17. It would be has because the dog is third person singular

    ReplyDelete

Powered by Blogger.